রংধনু নিষ্প্রাণ ছয় রং হারিয়ে,
লাল আজ করে রাজ সব রং ছাড়িয়ে।


সুধাই সবুজকে, "তুমি কোথা গেলে ভাই"?
নিরাপদ যেথা পাই সদা আমি সেথা যাই।


সুধালাম কমলাকে, "কোথা তুমি আছ হে"?
যেখানেতে আছে সুখ সেথা আমি থাকি যে।


বেগুনী কোথা তুমি-যেই তাকে সুধালাম,
মর্যাদা যেথা আছে আমি সেথা চললাম।


নীলিমার সব নীল কোথা আজ হলো লীন?
আমি থাকি যেথা আছে ভালোবাসা অমলিন।


আসমানী কেন তুমি নেই আর আকাশে?
হিংসার বিষ আছে তোমাদের বাতাসে।


সুধালাম হলুদকে-"কেন হারাবার পণ"?
আনন্দ যেথা পাই সেথা করি বিচরণ।


চারিদিকে কেন লাল, দিবা-শর্বরী
আমি যুদ্ধ, আমি রক্ত,  আমি মৃত্যুপুরী।