কালের গর্ভে সবই হারিয়ে যায়
একদিন আমিও হারিয়ে যাবো,
আমার অস্তিত্ব হবে পুরোটাই বিলীন,
তবে কিসের তরে ভাবনা অন্তহীন?


শুষ্ক বৃক্ষের ডাল দেখে ভাবি
আমিও হবো হাড্ডিসার একদিন,
তবে কেন ভেদাভেদ ধনী আর দীন।


সকল তনুতে বয় একই তরল,
তবে মুখে রয় কেন এত গরল?
পর দুঃখে কেন কাঁদেনা আমার দুটি আঁখি,
দুনিয়াটা যে মিছে মায়া শুভংকরের ফাঁকি!