সুখ সুখ করে মানুষ
কিসের লাগি
জগতে কজন সুখী
বলিতে পারি।


বাহির পানের সুখ দেখে
সুখী বলো যারে
ভেতর পানে দেখ চেয়ে
দুঃখে হৃদয় কারে।


জগতে কাহারও বা আছে
অগাদ ধন ও রতন
চেয়ে দেখ তাহার ও বা কোলে
নেই মানিক রতন।


যে সুখের লাগি এ হাত ছাড়ি
ধরিলে অন্যের হাত
কে বা বলিতে পারি
ভাঙ্গিবে না সে সুখের বাঁধ।


বাহির পানের সুখ দেখে
সুখি বলা যায়
অন্তরের সুখ বিনা
সুখি কি হওয়া যায়।