যেতে যেতে বেলা গেল ছায়া এলো নেমে,
তবু আমি পথ চলি বিধাতার নামে।
আর নয় আর নয়, সুদায় আধার
দু'চোখেতে দেখিবার জো-নেই আর।
আমারও যে যেতে হবে কি করিব ভাই।
প্রাতে করেছি হেলা, বেলা গেল তাই।
এভাবেই কেটে গেল সারা জিন্দেগী
দিন ভরে অচেতন, রাত ভরে জাগি।
দু'চোখে নিদ্রা আসে বিচিত্র স্বপন
প্রাতে হারাই আমি নতুন কিরন।
পথিকের পথ আর পথিকের নয়
পথের মতই পথ আমাকে চালায়।
এভাবেই চেনা পথ হয়ে গেল চূর
চিরকালই রয়ে গেল পথ বহু দূর।