নাম তার জায়েদা
দেখেছি তার খাতার উপরে লেখা।


একদিন দেখা হল কলেজের ক্যাম্পাসে
সেদিন অনেক কিছু জানি জানি করেও হলোনা জানা,
এখন আমার সাথে তার প্রায়ই দেখা হয়
মনে মনে ভাবি আর কোন সম্বন্ধ না থাকুক
সে যে আমার সহপাঠী।


কেন যেন তার পর থেকে তাকে আমি
এক পলকের তরে আগলে আগলে রাখি।
রাস্তার ভিতরে কোন উৎপাত কোন উশৃঙ্খল
এমন তো আজকাল ঘটে প্রায়ই,
কিন্তু আমার ভাগ্য যে আজ ঘোলা জলের ডোবা।


জীবনরে আকাশ এখন কালো মেঘে ঘেরা
শুকতারা উঠি উঠি করেও যেন উঠলনা
পৃথিবীর বক্ষ থেকে নামল শান্তির বাস।


পল্লবমর্মর শাখায় এখন আর ডাকেনা পাখি,
জোৎস্নাশোভিত রাতগুলো কাটে আর্তনাদে
যেখানে নামে না মেঘ ঘন বর্ষা।


আজ জায়েদার পাশে একজন ভদ্র লোক বসা
ইচ্ছে হয় সরিয়ে দিই তার থেকে,
কোন কিছুই যে তার নাগাল পাইনে
বুঝতে পারি না আসলে কে আপন -------------।।


বরিশাল-২৭-০৩-২০১২