অন্তর আত্মার সন্ধানে ছুটে চলছে
অবিরত মন মাঝি।
তমস্যাগর্ভ থেকে আলোকিত হৃদের সন্ধানে
তন্ময়তা থেকে মন্ময়তায়।


মনের শুদ্ধতা অর্জন করেই অনুভবের অনুভূতিকে
হৃদে জাগ্রত করতে চাই।
পরিশুদ্ধ পরিণয়, সুরের বহমান তরঙ্গের মায়াজাল
আর লালনের সাধনায়, যুগীর ধ্যানে, ধ্যানী হতে চাই।


হারিয়ে যাওয়া সেই পৌরদীপ্ত আত্মাগুলি
ফিরে পেতে চাই ত্যাগের আকুলতায়।
স্বীয় মনের সুপ্ত পরশগুলি লেপটে দিয়ে যাই
রবীর জীবন দেবতার ভাবনায়-----।


খুঁজে ফিরি নিজেকে তাই সুনীল আকাশের-
সাদা মনের সারসের বহমান পরিশুদ্ধতায় আজও শেকড়ের সন্ধানে----------।


বরিশাল-১২-১২-২০১৫