জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার শূন্যতা দখল করে --
পাশাপাশি গা ঘেঁষে বিস্তীর্ণ নদীখাতের মাঝমধ্যিখান কেউ যদি আমাকে নিয়ে বসতো,
তার মতামতের বিরোধ আমার পক্ষে অসম্ভব হতো!


আমি আভাস পাচ্ছি আমার ভেতরে রজনীগন্ধা
গন্ধ ছড়াচ্ছে!


আমার একাকীত্বের অভাব টা আজকাল মনে হয়না-
এ আমার কল্পনা, বাস্তবতা নয়!
কল্পনায়, কতো কথা বলি কতো স্বপ্ন দেখি, কতো নকশীকাঁথার জাল বুনি অগণিত!
বাস্তবতার কাছে আমি হেরে যাই, নিজেকে খুব অসহায় মনে হয়!


এযাবৎ যতটা দেখেছি সয়েছি যন্ত্রণা
মুমূর্ষু রুগীর মতো ভিতর টায় হাহাকার কান্না,
চোখের জল ফুরিয়েছে বিধায় আমার কান্না কেউ, আজও দেখেনি!


উচ্চস্বরে কখনো কাউকে কিচ্ছু বলিনি
মুখবুজে সকল আঘাত সহ্য করে করেছি মাথা নত,
আমার অভাব টা কেউ বোঝেনি!