হৃদে পোষা বিষাক্ত এক কলকানির ছোবল
অতিষ্ঠ হয়ে ঝরছে বিন্দু বিন্দু খণ্ডখণ্ড কবিতার পাতায়,
দেয়ালে হেলান পিঠের চাম কাল দাগে রূপালীর
শির টনটন ছন্নছাড়া তন্নতন্ন আপন হারায় ব্যথিত স্বপ্ন ভাঙার ব্যথায়!


আংশিক শীতল বোধ নিজ স্বরে ছড়ানো কুহেলিকার সুরে
একাকীত্ব এক মানবী পড়েথাকা বঞ্চিত ঝনঝট থেকে, ঘৃণায় নিজেকে উৎসর্গ বহুদূরে!