প্রিয়, ইচ্ছে থাকা সত্বেও কাঁদতে পারিনি ভুল বুঝনা
                    নেই চোখের জল;
      মন'রে বলি পৃথিবীর মানুষ কেউ সুখি নয়
    সকল দুঃখ পুষিয়া বুকে নিজেই একলা চল!


মেঘে-মেঘে লুকিয়ে
চাঁদ মণি থাকে;
নিঝুম ভোরের পাখি টা
বিকেলে বেসুরে ডাকে!


এই যে, ঘুরঘুর করে অনবরত
বা'পাশে থাকো;
ওখানে কী সুখ
নাকি নিজের দুঃখ গুলো ঢাকো!


অনেককিছু লিখতে খানিকটা পিছিয়ে
পারদর্শী আমি নই;
তোমার দুঃখে তুমি আমার দুঃখে আমি
বরাবর এই কথাই কই!