আমার অন্তরা,
                     অন্তর যামিনী;
অগণিত রাত একাকী কেটে গেল
ভেজা চোখে তোমার মুখ'টি কতকাল দেখিনি!


বুকটার ভিতর কি যে যন্ত্রণা,
নলিনী এ তুমি বুঝবেনা কতটা কঠিন না পাওয়ার বেদনা!


রোজ রাতে শহরের উচ্চ বিল্ডিং এর ছাদে আমার বসে থাকা,
এক মহাসাগর পাড়ি দিয়ে যতটুকু যায় আমার দুচোখের দৃষ্টি;
খুঁজি তোমায় পূর্বপশ্চিম উত্তর দক্ষিণ,
তাকিয়ে থাকি লেপটে থাকা মেঘের দিক ওখানেও তোমায় খুঁজি, ভাবনা গুলো আমার এলোমেলো তোমার চাঁদমুখ'টা কি অপরূপ সৃষ্টি!