আমার মন ভরতি অস্থিরতা বসছি আমি ঘরের কোণে
ভয় ভিত্তিতে দিন কেটে যায়, কে যেনো দোলায় দুলছি আমি দিন দুপুরে;
বিষন্নতায় খামচে ধরে, জেগে জেগে রই আমার ঘুম আসেনা
চোখের নিচে কালচে-মেঘের দাগ পড়েছে আমার ঘুম আসেনা রাতদুপুরে!


আমি বন্দী রইলাম একটি ঘরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দেয়ালে ঘুরি
আমি অভিশপ্ত খাঁচায় বন্দী বাঁচাও বাঁচাও ডাকি;
আমার এমন কেনো হলো দিন বদলের খেলায়
আমি মুনাফিকের মতো এখন মুখ গুঁজে রাখি!


চেনা সেই পথঘাট মাঠঘাট পড়ে আছে যেমন ছিলো তেমন
আমি দলবল ছাড়িয়া এখন জনশূন্য একা;
আমি স্বস্তিবোধের আশায় থাকি সকাল বিকাল সন্ধ্যা
আমি আতংকিত ভয়ে ভীতু মুক্তির নেই কোনো দেখা!


আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই  এই-তো মাথা নত
সত্যিই আমি ভয়ে ভীতু কাপুরুষের মতো;
আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই আমাকে ক্ষমা কর
আমার বুকভরা স্বপ্ন, আমি স্বীকার করি আমার ভুল ছিলো অগণিত!