আমাকে ডেকোনা ডেকোনা তোমাদের খেলার ঘরে;
হেলায় হেলায় দিন কেটেছে আর নয়, যেতে দাও আপন ঘরে!


পিছু ফিরে তাকাবো না তোমাদের দেখার ছলে;
কেঁদোনা কেঁউ, কেঁউ কেঁদোনা আমার নামটি মুখে বলে!


আমাকে ডেকোনা না রেখোনা মিছে মায়ার জালে;
আমার বসতের কূল ভেঙ্গেছে পা রেখেছি খালে!


ভুলে যেয়ো শতশত কষ্ট আমার দেয়া নানান কথা;
আমি তোমাদের অতীত ছিলাম সেইসব ভেবে নিওনা মনে ব্যথা!


আমি চলছি দূর বহুদূর হয়তো তারচেয়েও দূরে;
আবার দেখা হবে সেদিন থাকবেনা আমার ব্যস্ততা জুড়ে!