বাঁশি তো আর বাজেনা
বাঁশি আমার দেয় যে ফাঁকি;
নিরুপায় এখন আমি
কেমন করে তোমায় ডাকি!


বাঁশি আমার মন বোঝেনা
লক্ষ তারার মাঝে তুমি, রয়েছ একটি চাঁদ;
বিশ্বলয়ে ঘুরাঘুরি
চারিদিকে আছে ফাঁদ!


আমার কথা মনে পড়লে
দেখতে এসো একটিবার;
বুকের ভিতর ব্যথা ভরা
না পাওয়ার হাহাকার!


আগান বাগান রইছে পড়ে
নদীর তীরে বালুর চর;
তুমি ছাড়া কেমনে বলো
হইবে আমার বাসরঘর!


রাত পোহালে খুঁজি তোমায়
রাত গভীরেও খুঁজি;
ভালোবাসার নিয়মকানুন
এইটুকুই বুঝি!


বাঁশি আমার মন বোঝেনা!