মেঘের আড়ালে লুকিয়েছে চাঁদ
আঁধার নামলো ঘরে;
দম বন্ধ আলো বাতাস নাই
সবি গেলো সরে!


                   নিঝুম রাত্রিটা পায়চারী করে
                        পথ-ভুলিয়া চারধার;
                   দুখীর দুঃখ কেউ বোঝেনি
                        অন্তর পুড়ে ছারখার!


দিনদুনিয়ার বোঝা মাথায়
বিশ্ব ল'য়ে ঘোরে;
ভুগছি আমি বিষন্নতায়
জাপটে আছে মোরে!