প্রিয়
তোমার কথা মনেপড়ে, ঘুম আসেনা চোখে;
একজীবনের নানান ব্যথায়, ভুগছি আমি শোকে!


প্রিয়
তোমার দেয়া স্মৃতি গুলো, ঢেউ জাগে বুকে;
কোথায় আছো কেমন আছো, থেকো তুমি সুখে!


প্রিয়
ভুল ছিলো হাঁটা চলায়, রাস্তা কিংবা ঘাটে;
মুখোশধারী বরাবরই, রক্ত নিয়ে চাটে!


প্রিয়
তোমার কাছে আমার অনেক, চাওয়ার ছিলো বাকী;
সেই কারণে দিবারাত্রি, তোমার নামটি ডাকি!


প্রিয়
আবার যদি দেখা হতো ফেলে আসা, একটি রাতের মতো;
আমার কষ্ট গুলো ভুলে যেতাম' ভুলে যেতাম, দুঃখ ছিলো যতো!


প্রিয়
তোমার আমার মিলন হয়তো, আর কোনোদিন নয়;
ভালোই যদি বাসতে তুমি, কীসের ছিলো ভয়!


প্রিয়
তোমার মনেপড়ে একদিন তুমি না দেখিলে, তোমার কান্না ছিল কতো;
দেখা নেই, মাস গেল বছর গেল দিন গেল শত!


প্রিয়
যা হয়েছে অভিমান, আমার রাগ নেই কোন;
প্লিজ আমার জন্য কাঁদবেনা, যদি মৃত্যুর কথা শোন!