সেদিন ফাগুন হাওয়ায়;
আমার ঘুরতে যাওয়ায়!


দেখেছিলাম তোমার মুখ;
চোখের নজর কেড়ে নিলে ভাবনায় এলো সুখ!


এক দেখায় হয়না প্রেম
ভালোভাবে দেখতে চাই;
তোমার সাথে কথা হবে
সেই আশাতে জলের ছলে পরিচয় টা আমি জানতে চাই!


কি যে ভাষায় বললে তোমার নামটি;
মাগো মা জন্মেও শুনিনি ওর দামটি!


থোঁতামুখ আমি নতো বাবু;
কথারচোট লাগছিল ভীষণ কাবু!


জলটুকু না খেয়েই ফিরলাম
ধীরেধীরে দু'পায়ে হাঁটছি;
কি যে খারাপ লাগছিল
হাতের নখ গুলো দাঁত দিয়েই কাটছি!


পিছু ফিরে তাকিয়ে দেখি
খিলখিলিয়ে হাসো;
দেখে গাঁ টা জ্বলছিল
মনে হচ্ছিল আমায় ধরে ঠাসো!


জোরেশোরে হেটে চললাম
বাড়ী গিয়ে শুয়ে পড়লাম!


মা ডাকছে সারাদিন ট ট খেতে আয়
মাকে বললাম ক্ষুধা নাই পেট আমার ভরা;
কোত্থেকে বাবা এসে সেও বকছে
সারাদিন ঘুরাঘুরি খরজ জুটবেনা নামের লেখাপড়া!


মনেমনে তোমার হাসি টাই ভাবছি;
শীত উঠছে কেমন যানি কাঁপছি!


পরেরদিন তোমার পিওন আসে বাড়ী;
আমি কেবল রুমে বসে কাটতেছি খোঁচাখোঁচা দাঁড়ি!


পরিচয় দিয়ে বলে পাঠিয়েছে চিঠি;
তড়িঘড়ি খুলে দেখি লিখা আছে ইতি তোমার তিথি!