.                    মলিন হচ্ছে কৃষকের মুখ;
                  ফসল না হওয়ায় কৃষকের দুখ!


                রৌদ্র তাপে জমিন ফেটে হাহাকার;
               সূর্য অস্তে গেলো চারিদিক অন্ধকার!


               কোথাও কিচ্ছু দেখা যাচ্ছেনা হতাশ;
           শোঁ শোঁ করে শব্দ হচ্ছে যেনো বয়ে যাচ্ছে
                                   বাতাস!


        দখিনা বতাসে একটি কালো মেঘ ছেয়ে এসে
                     টিপটিপ করে বৃষ্টি পড়ছে;
   আর তখন বুকভরা আশা নিয়ে কৃষক বৃষ্টিতে ভিজে
               দেশের জন্য সোনার ফসল গড়ছে!


         সোনার ফসল ফলাতে পেরে কৃষকের ঘর
            কেমন যেনো আলোকিত হয়ে উঠলো;
         তাই দেখিয়া নির্দয়া বেহায়া হানাদার বাহিনী
   গরীবের হাসি কেড়ে নিতে কৃষকের বাড়ি ছুটলো!