রক্তের বাঁধন ছিন্ন করে
চলে গেলে বহুদূরে;
অট্টালিকা কে দেখিবে
দেখিবে কে ঘুরে!


মাও নাই বাবাও নাই
আছে স্বজন সুজন সখী;
স্বার্থের জন্য তাদের সাথে তুমিও কর
আমিও করি যা ইচ্ছে বকাবকি!


বউ হলো আপন, ভাই নাকি পর
মারামারি মারামারি ;
মিথ্যে মিথ্যে সবই ক্ষণিকের
কাড়াকাড়ি কাড়াকাড়ি!


বেকার যখন থাকবে
থাকবেনা কেউ পাশে;
ভালো কথাও মন্দ
পাগল বলে হাসে!


বেকারত্ব দূর কর
ওহে দূর কর তুমি;
আপন আপন যারা পর হলো
তারাই এসে দিবে দেখো কপালজোর চুমি!


জ্ঞান বুদ্ধি সবাইর সবই আছে
জেনে রেখো ভাই;
বরাবরি যার টা তারই বেশী
মানুষ মানুষকে হিংসে করনা পুড়ে হবে ছাই!