তুমি যেথায় থাকো যত দূরে
নীল সমুদ্দূর;
পৌঁছে দেবো,সেথায় আমার
গোপন বাঁশীর সুর!


তুমি নবতৃপ্ত স্নিগ্ধ কুহেলিকা
ভোরবেলা ষষ্যফুল,
তুমি গোধূলী বেলা রোদের ঝিলিক
ভাঙা নদীর কূল।