গোপন বাঁশির সুর
বাজিল মনে;
দেখা হবে,হবে হয়নি
তার সনে!


ফিরবে বলে
ফিরলে না ঘরে;
আমি যে ভয়ে মরি
মরি ডরে!


এসো এসো, এসো
এসো মোর ধারে;
গোপন বাঁশির সুর,আমারে কাঁদায়
আমারে মারে!


বাঁ চি বোনা  বুঝি
তোমারে ছাড়া;
ক্ষমা করে দিও
যাই যদি মারা!


ভালো থেকো তুমি
করোনা ছলনা;
আমার কথা
কাউকে বলনা!


আমি যে ছিলাম তোমার
কোনো একদিন;
শোধ করে নিও
সেদিনের সেই ঋণ!


ভুল গুলো তোমার
ক্ষমা করে দিলাম;
সুখ টুকু তোমার, দুঃখ সে আমারই
বুকে পুষে নিলাম!


ভুল বুঝনা প্রিয়
আমাকে;
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
তোমাকে!


এ আমার গোপন কথা
রাখিও মনে;
চোখের জল ফুরাইলো বুঝি পথ চাহিয়া
ঝাপসা দেখি দু'চোখের কোণে!


আমার ব্যাথা,বুঝে না
বুঝলোনা কেউ;
প্রচন্ড তুফান বুকে
মন ভাঙার ঢেউ!