দুমুঠো ডালভাত পরিবারের খুশির জন্য
রোজ সকালে ওঠে;
চোখমুখ ধুয়েমুছে কোনমতে, শ্রমিক যারা
নিজ কর্মে ছোটে!


মাথারঘাম পায়ে ফেলে
রোদে পুড়ে শুকায়;
বৃষ্টিতে ভিজে ভিজে
চোখেরজল লুকায়!


যতই করে দিনরাত খাটাখাটি
তবুও কারো মন পাবেনা;
হিংস্র মানব যারা
ফিরেও তাকাবে না!


চারিদিক হৈচৈ মনেহয় খুশির দিন
পহেলা মে নিয়ে মেতেছে সারাবিশ্ব;
রক্তচোষা নামীদামী তোমরা কাগজের মালিক
শ্রমিকদের মজুরি বা সম্মান কতটা দিচ্ছ!


কৃষকের ন্যায্য মূল্য দাওনা
বড়বড় ধনাঢ্য আজকে যারা লাফাও;
গরীবের মোনাজাত দুমুঠো ডালভাত
তোমরা প্রভাবশালী গরীবকে ভয় দেখিয়ে কলিজা-টাই' তাদের কাঁপাও!