তোমার মাথায় কোঁকড়া চুল;
তোমার যৌবন ভরা ভুল!
ভুলগুলো চোখে পড়বে বয়সকালে হায়;
তোমার যৌবন বুঝি যায়!


তোমার পায়ে নুপুর পড়া;
যেমন তেতুলপাতার ছড়া!
ঘুঙ্গুর ঘুঙ্গুর শব্দ বাজাও;
রঙবেরঙের স্বপ্ন সাজাও!


তোমার হাঁটা চলার কথা বলবো কি আর আমি;
হেলেদুলে কোমর দোলায় তুমি ছিলে নামি!
তোমার বিকেল ছিলো এক্কাদোক্কা কানামাছি খেলা
হৈ-হুল্লোড় বন্ধুবান্ধব ফুরিয়ে গেছে বেলা!