কোত্থেকে এলে তুমি কোথায় ছিলে, মোবাইল ফোনে হঠাৎ তোমার কথা
শিউরে ওঠে শরীরের প্রত্যেকটা লোম তোমার কন্ঠের আওয়াজে!


স্বপ্নের মতো মুহুর্তেই যেনো সম্মুখে এক রাজকুমারী বসা!
আনন্দে আত্মহারা বহুদিনের নাবলা কথাগুলো বলে দেয় দু'গাল গড়িয়ে অশ্রু ঝরিয়ে!


দূরত্ব টা আজ কত, কত পথ যানি' দূরে বহুদূর থাকো!
হয়তো একটা সাগর হবে নয়তো একটা নদী ওপার তুমি আর এপার আমি আমিই নিরবধি!


এযাবৎ কত কথা, কত ব্যথা কত পথ হেঁটে বুকে পুষে নিলাম
প্রচন্ড ক্ষত হারানো সেইসব দিনগুলো
স্মৃতির পাতায়!


আজ নিজের জলেই ভাসো, এ আমি চাইনা
আমি চাই ভালো থাকো, খুব ভালো থাকো নিজের মতো করে
আগামী দিন গুলো হাসো!


আজ অনেক কথা বলার আছে যেসব কথা কখনও হয়নি বলা
বহুবার বলতে গিয়ে থমকে যাই আমার সেইসব কথা শোন
আজ বুঝি সময় এলো
মনেহয় কাঁদছ কান্নার আওয়াজ আমার এপাশে কেঁদোনা__
আজও কিছু না-বলতেই ফোন টা কেটে গেলো
আমার নাবলা কথাগুলো বলাই হলনা!