বুকের ভিতর প্রচন্ড নিঃসঙ্গতা
নিঃসঙ্গতা আমাকে তিলেতিলে খেয়ে যাচ্ছে আমি দেখতে পাই;
বাঁচার জন্য কুলের আশায় সমুদ্রজলে হাতড়ে বেড়াই
আমাকে কেউ দেখতে পায়না, আমি যে বাঁচতে চাই!


খুব বেশি চাওয়ার ছিলনা
আমারও ইচ্ছে জাগে দিন কে দিন বলি রাত কে রাত;
রাত্রিটা ভীষণ কষ্ট দেয় আমাকে ঘুমাতে দেয়না
একবিন্দু সুখের আশায় দু'চোখের পাপড়ি ভিজিয়ে বসে থাকি দিনেরপর দিন রাতেরপর রাত!


আমি চাই আমার এলোমেলো ভাবনা গুলো কেউ গুঁছিয়ে দিক, বড্ড সাধ
আমি বোধহয় অল্প দুঃখে মারা যাবো
আমার চোখেরজল পৃথিবীর কেউ দেখেনা
আচ্ছা মৃত্যুর পরে কেউ কি সুখ পায় আমি কি পাবো!