জানি একদিন তোমার আমার স্মৃতি গুলো থাকবেনা
লিখা রবেনা ইতিহাসে, মুছে যাবে সমস্ত গল্প;
একটু আধটু ছুঁয়েছে ডায়েরির পাতা জীবনের তাড়াহুড়ো
লেখা হয়নি পুরোটা, সময় আছে অল্প!


এযাবৎ পরিপূর্ণতা কারোরই হয়নি
তোমার আমারও থাকবে ঘাটতি;
দুঃখ কে সুখ ভেবে জীবনের গল্প জানোই'তো, কখনোই হয়না শেষ
যতটুকু প্রাপ্য ততটুকুই পেয়েছি, চেয়েছি বরাবরই বাড়তি!


হয়তো কোনোএক গভীরে তোমার  মস্তিষ্ক জড়াবে কখনো সখনো
সেখানে কোত্থাও থাকব না আমি;
রাগ অভিমান নানান অভিযোগ ধুয়েমুছে গুটিয়ে নেবে নিজেকে
আমি জানি বেঁচে থাকার মধ্যে তোমার অভিমান ছিলাম আমি!


এই-যে কত মায়া মহব্বত তোমার, না দেখলে কাঁদছ অথচ তুমিও একদিন
অপেক্ষা করবেনা ব্যস্ত রাখবে তুমিই তোমাকে;
হাতের মুঠে বেলীফুলের মালা লুকিয়ে রেখে শুকিয়ে শুকিয়ে
একবুক আশা নিয়ে খুঁজবেনা আর আমাকে!