তুমি জানোই না কতটুকু ভালো আছি
সম্মুখে যতটুকু দেখো আনন্দে ভরা মন;
কখনো কি দেখেছ ভেতরের কষ্ট, দেখনি
দেখনি নোনাজলে ভেজা দু'টি চোখের কোণ!


ইদানীং একগুঁয়ে হয়ে যাচ্ছি
এই-যে ঘরে বসে দিন টা' রাত্রি যেমন;
ধুলোমাখা বিলে ভোরবেলার হাঁটাহাঁটি হচ্ছেনা
টং পাতা চায়ের দোকান টাও ভালো নেই বন্ধুদের আড্ডা নেই তেমন!


নিশ্চয় ঘুমহীনতায় ভুগছ অনেক রাত দেখেছি জেগে থাকো ঘুমাওনি  
তুমিও কি আমার মতো বুক ভরা ব্যথা নিয়ে রাত জেগে বসে থাকো;
তুমিও কি আমার মতো বারান্দার জানালা খুলে বাইরের মরুভূমির কান্না দেখ
ঘনঘন  দীর্ঘশ্বাস ফেলে ভেতরের কষ্ট ভেতরে রাখো?


তুমিও কি আমার মতো জীবন্ত লাশ হয়ে
পাথরের বুকে গা ঘেঁষে অস্তিত্ব হারাও;
বেঁচে থাকার স্বপ্ন দেখ?
তুমিও কি মিথ্যে সান্তনায় আমার মতো পুড়বে জেনেও দগ্ধ আগুনে হাত বাড়াও?