ওগো তোমার নাম লোহিয়া
নিখিল কবি;
যাতনা আর সহেনা
আঁকিল ছবি!


যৌবন শুকিয়ে ভাঁটির উদ্দেশ দিল পাড়ি
কি অদ্ভুত মাঝপথে উঠিল ঢেউ;
নোঙর ফেলিয়া বসিল কবি, মেঘের ছাওনি
ঝরঝর বৃষ্টি, জানল না তো কেঁউ!

দুলতে থাকে সকাল বিকাল
উতালপাতাল ঢেউয়ের দোলায়;
অশ্রুজলে কবি বলে
কে-বা কাহার দুঃখ ভোলায়!