আমি দেখিনি শুনেছি একাত্তরের যুদ্ধে
ছিলো রক্তের বন্যায় একাকার;
বাংলার প্রতিটি ঘরে মায়ের কান্না
কাঁদিয়েছে পাকবাহিনী হানাদার!


এখনো রয়েছে সেদিনের সেই যুদ্ধের বেদনা
মা হারানো বাবা হারানো কেউ কেউ হারিয়েছে বোন;
লক্ষলক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা
মা-বোনদের ইজ্জত যখন কেউ কেড়ে নেয় সকল শহীদের আত্মায় কষ্ট পায় এই কথাটা শোন!


বাংলার ছোট্ট শিশুটা সেদিন তেজে উঠেছিল যুদ্ধে
শক্তিশালী সেই ছেলেটা কারো কারো ঘরের পঙ্গু ভাই;
নাম অজানা শতশত সৈনিক ওরাও ছিলো যুদ্ধে
আজ দু'মুঠো আহার ঘরে তাদের নাই!