কে ডাকিলে সন্ধ্যাবেলা
কে ডাকিলে আমায়;
কে লিখেছে পাণ্ডুলিপিতে
খুঁজেছি আমি তোমায়!


কে চেয়েছ আপন করে
আমি যাব মরে;
কেঁউ রেখো না আমায় ধরে
আমি যাব গোরে;


কে ডাকিবে তখন আমায়
চাঁদ দেখিবার ছলে;
কেঁউ  হাসাবে কেঁউ কাঁদাবে
মিথ্যা মিথ্যে বলে!


শুনবো আমি একা একা
আর হবে না দেখা!


বলব আমি অনেক কথা
শুনবে না তোঁ কেহ;
ধীরেধীরে ক্ষয়ে যাবে
আমার সুন্দর দেহ!


ক্ষমা কর ক্ষমা করিও আমার দেয়া ব্যথা
ভুল ত্রুটি হতে পারে আমার নানান কথা!


এই কথা টি চিরসত্য
আমি গেলাম বলে;
কেঁউ কেঁদো না চোখের জলে
আমি যাব চলে!