হয়তো যুগ পেরিয়ে আরও বছর ছয় খানিক হবে
ডুবে ছিলো প্রেম অতলে;
ইদানীং চোখের চাহনি প্রেমের নেশা হয়ে উঠছে
পিরীতের কাঙাল পড়িতে চায় প্রেমের খাবলে!


অসহায়ের কাতার নিয়েছিলো বেঁছে
নিরাশ মনে বাধিয়া পাথর বুকে;
হাতে গোনা ক'টা প্রেমের মিলন হলো
বাদবাকি প্রেমী, কেউ নেই সুখে!


জীবন যুদ্ধে পরাজয় মেনে
ভেবেছিলো প্রেম আসিবে না ফিরে;
রাখিল পা চল্লিশে হা
দেখিল প্রেম মানুষের ভীড়ে!