আমায় তুমি ক্ষমা করে দিও
ক্ষমা করে দিও!
বুকে আশা নিয়ে বেঁধে ছিলে ঘর,
ভেঙেছে পূবালী      ভেঙেছে    দক্ষিণা ঝড়!


ক্ষমা করে দিও!!


মনে আমার কতো কথা বলে
তুমিতো জানোনা আছো বহুদূরে;
জীবনের আঁকাবাঁকা পথে আবার দেখা হবে
দেখা হবে ঘুরে!


ক্ষমা করে দিও!!


অনুভূতির দুয়ার খুলে রেখেছি সেখানে তোমরই বসত
আমার যত স্বপ্ন ছিলো, ছিলো আশা;
কখনো কি ভেবেছ, না-কি হারিয়েছো একেবারে
কথা বলার ভাষা!