ও ময়নার মা, তাই বলে কি এতো মজা
নিবা তুমি লুটে;
ভাবছ কভু রোজ সকালে ঝড়তুফানে লাঙ্গল কাঁধে
কেমন করে মাঠে যাই ছুটে!


ও ময়নার মা      শরীর ভালোনা
রোদে পুড়ে বৃষ্টি ভেজায় ঠান্ডা লেগে কাশি বাজে বুকে;
ভালো ছিলাম শিশুকালে
যৌবন কাটে দুঃখে!


ও ময়নার মা, কেন্ যে আমায় মিথ্যে মিথ্যে
মহারাজা ডাকো;
আর কতকাল কষ্টে যাবে
ও ময়নার মা, একটুখানি বুকের মধ্যে রাখো!


হাড়ি টানাও ঘরের চালে
মাথায় দাও পানি;
ও ময়নার মা, দুখের বোঝা বুকে তুলে
আজন্মকাল টানি!