ওগো নদী.....একূল ভাঙ্গো ওকূল গড়ো
কোথায় তোমার বাড়ি;
জলে, ফানায় ফানায় ঢেউ তুলেছে
কেমনে দেবো পাড়ি!


ওগো নদী.....


এ দরায় কি তোমার কোনো
মায়াদয়া নাই;
কূল ভাঙিয়া গভীর কর
যার কূলকিনারা নাই!


ওগো নদী......


তোমার ইচ্ছামত যতই ভাঙ্গো
যত বাড়িঘর;
জানি এই দুনিয়ায় কেউ কারো নয়
সবাই হইলো পর!