মুখশ্রী পেন্সিলের কালি;
ঠাট্টা তামাশা আহা দিচ্ছে হাতে তালি!


উল্লাসে নাচানাচি;
জগতে যতসব সুশ্রীর বাছাবাছি!


অবহেলিত যে-জন সে তো কুৎসিত পদ্মে ফোঁটা ফুল;
মানুষ মানুষের সম্মান রূপের অহংকারে নাহয় অর্থের লোভে যতো করে ভুল!


বিবেক মাটি দিয়ে চেনা মুখটি অচেনায় রাখে যেই জনে জমা;
অহংকারী পাবেনা কোনদিন ক্ষমা!