কাঁদালে তুমি আমায়
কাঁদালে;
কি বেদনায় জানিনা
পোড়ালে!


সুখ ছাড়িয়া দুখের ঘরে
আমার বসবাস;
কি দোষে হইলাম দোষী
এ কোন্ সর্বনাশ!


অভিমানের দেয়াল টুকু
ভেঙ্গে করো বালু;
তোমার আমার প্রেমপ্রীতি
হোক আবার চালু!


বাঁধা দিবে গাঁয়ের লোক
বাঁধা দিবে পাড়ায়;
ভালোবেসে আমার মতো
বলো হাতখানি কে বাড়ায়!