নিকুঞ্জ ভ্রমর আসিয়া বলিল
কবিতার গন্ধ তোমার বুকে;
সেই থেকে মন তোলপাড় মোর
যদি দেখিতে পারিতাম একবার শুঁকে!


ঝরঝর হাওয়া বইলো বনে
ভাঙিয়া দিলো মোর ঘরবাড়ি;
কি মুস্কিল বেঁচে থাকা
আমি যে অবলা নারী!


সমাজসেবক ব্যস্ত-পুরুষ
বঁধু কান্দি-সেই পুরুষের ঘরে;
আপন ছাড়িয়া পর করে আপন
আজ পুড়ে মরি জ্বরে!


গর্ভবেদনা বুঝিবেনা পুরুষ
ওরা রক্তই শুধু চোষে;
জন্ম থেকে মৃত্যুর আগ,পুরুষ
পদেপদে নারীকে দোষে!