এইখানে এক রাণী ছিলো
মধুমিতার মতো;
সে কথায় কথায় রাগ করতে
আমার সাথে যত!


তার সাথে একদিন ঘুরতে গেলাম
নাটাই বাবুর বাড়ি;
সেখানেও মান রাখলে না তিনি
শুধুশুধু আমার সাথে আড়ি!


তাকে একদিন বলতে লাগলাম
রাণী তুমি অন্যরকম হও;
সৎ পথে মানুষ চলে
তুমি মিথ্যে কেনো কও!


কথা শুনে রাণী বললো সত্য কথা কোথায় বলবো
সবাই মিথ্যে সাজায় ঘর;
আজকে যারা আপন বলে
কালকে করে পর!