ছোট ছোট নদনদী
তোমার গাঁও-গ্রামে বাড়ি;
গ্রাম ছেড়ে শহরে তুমি
শহর দিছো পাড়ি!


গ্রাম তোমার দেহের ধুলো
মিষ্টি রোদের হাওয়া;
শহর তোমায় দেয়নি কিছু সব নিয়েছে
সহজে যায়না পুকুর পাওয়া!


চোখ বুজিলেই দেখ স'বি
স্মৃতির পাতা খুলে;
পাড়াপড়শি প্রতিবেশী তোমার পর হয়েছে
সবাই গেছে ভুলে!


একি বেঞ্চে ছিলো স্বজন
ছিলো সাথী যারা;
শহর তোমার সব কেড়েছে
তুমি সাথী হারা!