আমার আকুল মনের ব্যাকুলতা
ওইখানে;
সারাটা দিন চেয়ে থাকে
তোর পানে!


যখন সূর্য ডুবে, নেমে আসে অন্ধকার
চার ধারে;
তখন সন্ধ্যাপ্রদীপ জ্বেলে তুমি
মোর ঘরে!


এমনি করে কেটেছিলে
মোর বেলা;
নিমিষে-ই নেমে আসে দূর থেকেই
তোর খেলা!


আজকে আমার মুখে হাসি
ফুটছে না;
ভাবনা টা যে তোর দিকে অন্য কোথাও
ছুটছে না!


বুঝে নিও আমার বেদন এই হোলো মোর
পথচলা;
শেওলা এসে জাপটে আছে তোর জন্য মোর
দ্বোর খোলা!