সঞ্জু জেগে আছো কী?


এই অট্টালিকা এই স্তব্ধতা এই নিঝুম রাত্রি
একজন মানুষ প্রেমের বিষে ঝিমুচ্ছে!
বুকে শূন্যতা করুণ সুর
নিখুঁত ভালোবাসায় একটা গাছের জন্য
কেন যে আর্তনাদ করে উঠল!


সঞ্জু জেগে আছো কী?


এই চাঁদ দেখা জানালা খুলে
বাতাসে ঘ্রাণ ছড়ায় বেলি ফুলের
একাকী নানান ভাবনা
মেঘেরডাক বাতাসে কান পেতে থাকা!


সঞ্জু জেগে আছো কী!


এই সঞ্জু, সঞ্জু, শুনতে পাচ্ছ কী
আমি তোমাকেই বলছি!


বুঝেছি, সঞ্জু ঘুমাচ্ছে!