তুমি যাকে মনেমনে প্রতিনিয়ত মিস করো
অশ্রু ঝরাও আড়ালে ডাকো;
সে কি জানে তোমার এই পাগলামি টা
তুমি তাঁকে কতটা আড়ালে মনে রাখো!


মাঝেমধ্যে ঘুমের ঘরে গভীর রাত্রে হঠাৎ চমকে ওঠো
তুমি যখন স্বপ্নে দেখো;
উত্তাপ তাপে গলে যায় তোমার গোটা শির
সেইসব ভুল গুলো শুধরে নেবার, তুমি তখন'ই একটা গল্প লেখো!


সে কি জানে?


তোমার বুকভরা আশা নিয়ে বসে থাকো দিনের পর দিন
রাতের পর রাত
আর বুকের মধ্যে ছোট ছোট ঘর বাঁধো সেখানে যার বসবাস;
সে কি জানে, সে কি জানে ভেঙেচুরে চুরমার হয় তোমার ঘর গুলো,
স্বপ্ন গুলো নিজ হাতেই খুন করে, রোজ ফেলা হয় একটা দীর্ঘশ্বাস!