আমার পকেট ভরা কষ্ট, কষ্ট লুকাতে
গভীর রাতে চিল্লায়ে কাঁদি;
কান্নার পরে অনুভবে খানিকটা স্বস্তিবোধ
তারপর আবার, আবার সেই মিথ্যে মিথ্যে স্বপ্নে ঘর বাঁধি!


আমি আমার কষ্ট বুকের ভিতর লুকিয়ে রাখি
লুকাতে গিয়ে ভেতর টা কত যে  ক্ষতবিক্ষত করেছি;
সেখানে প্রচন্ড ব্যথা, আমি কাউকে দেখাতে পারছিনা দেখাবার ইচ্ছাও নাই
আমি আমার জীবন এভাবেই তিলেতিলে একবুক কষ্টে গড়েছি!


কতশত জমানো কষ্ট নিয়ে নানান সময় কাঁদি
সকাল বিকাল সন্ধ্যা এমনকি রাস্তাঘাটে কাঁদি;
লোকসমাজের ভিড়ে কত মিথ্যে বলি ময়লা গেছে চোখে
অথচ নিরিবিলি এক জায়গায় গিয়ে কাঁদি!


আমার বুকজমিনে আটলান্টিক মহাসাগর
আমার কান্নার জল কাউকে ছুঁতে পারেনা;
আমি জল সাঁতরাই, সেখানে ভাসি আর ডুবি
আমার সাঁতরানো কেউ দেখেনা!