দেখি কতটা পারো জ্বালাতে
একটা সময় আমায় খুব জ্বালাইতে;
সেইসব কথা ভুলে গেছ নাকি মনে পড়ে?
যখন তোমাকে ধমকাই ঘোমটা পড়ে খাটের নিচে পালাইতে!


তোমাকে আমি আনাচেকানাচে সবখানে খুঁজি
মাঘের শীতে খুঁজি, চৈত্রের রোদে খুঁজি;
নজরুল-এর কবিতায় খুঁজি রবীন্দ্রসঙ্গীতে খুঁজি
তুমি আমার কতটা আপন সে আমি বুঝি!


কোথায় পালিয়েছ? ছটফটানি মন'টা তোমার জন্য কাঁদে,
জানো? আষাঢ়ের ঝড়বৃষ্টিতে খুব কেঁদেছি;
আজকাল সময় গুলো মনে হচ্ছে তুমি অনেক যত্ন করো
পুরাতন রাস্তাঘাট যদি কখনো ঘুরতে আসাহয়, দুচোখের দৃষ্টি এক পলক আমার ঘরে ফেলো দেখবে? তোমাকে দেখার জন্য সেই জানালা'টা আমি খুলে রেখেছি!


তোমার দেয়া সহস্র কোটি স্মৃতি
বুকে আগলে, যত্নে রেখে, জানালার পাশে, তোমার-ই অপেক্ষায় বসে আছি;
সেই যে কবে গেলে, সেই থেকে আমি
এইভাবে একাকী বাঁচি!