তঞ্জু
      আমার  ভালোবাসার সুগন্ধি ঘ্রাণ তোমার গায় কি লাগেনি
       তুমি কি এখনো ঘুমিয়ে আছো,
      তোমার কপালজোর চুমুটা নাহয় বাদই রইলো
     আমার আবেগমাখা ভালোবাসা টুকু নিয়ে নাহয় বাঁচো!


তঞ্জু
      পৃথিবীর সব প্রেমের প্রেমিক যদি জয়ী হত,
কোনোকিছুর ভয় পেতামনা কোরতাম না কারো কাছে মাথা নত!


তঞ্জু
      তুমি বড় হতে চলেছ
      মুখে না ফুটুক অন্তর থেকেই তোঁ বলেছ,
      দিনদিন আমার ভয়টা বাড়ছে তুমি কান পেতে শোন
      আমার অন্তর টা কি বলছে!


তঞ্জু
      তোমার বাড়ীর সামনে রাস্তায় টং পাতা
       প্রায়ই গিয়ে ওখানে আমি বসি,
       তোমার ভালোবাসার বাঁধনে আমায় বেঁধেছ
       আমি খুঁজে পাইনি তোমার বিনে সুতার সেই রশি!


তঞ্জু
      তোমার বাড়ীর সামনের ধুলোবালি এখনো আমার পায়ে লেগে আছে
      ওগুলো আমি ইচ্ছে করেই ধুইনা,
      ভাবছি তোমার এক কদম পায়ের ধুলো নিশ্চয় আমার পায়ে লাগছে
      যদি মুছে যায়, তঞ্জু সেই পরিষ্কার আমি চাইনা!


তঞ্জু
      সেদিন যে ঘুরতে বেড়িয়ে ছিলে সাথে কেঁউ ছিলোনা
      আকাশী রঙের জামা টা পড়ে,
      ওটা কি আর পড়না রোদ্রে শুকাতেও দাওনা
      তুলে রেখেছ ঘরে!


তঞ্জু
      আমার চাওয়াটা বেশী কিছুনা  বলো দেবে কী?
       তোমার বাগান থেকে আমি একটি ফুল চাই,
       কখনো আমি শুকাতে দেবো না হৃদ মাঝে রাখবো সুগন্ধি ছড়াবে
       ভেবে নেবো আমার মতো এই পৃথিবীতে আর কেঁউ সুখী নাই!