সেই কখন থেকে নিজের সাথে নিজে মিথ্যে বলে যাচ্ছি তুমি আসবে
                           তুমি আসছো না;
তাহলে কি সবই মিথ্যা সেইসমস্ত তোমার দেয়া ফুল
কোনোএক দিন, একদিনও কি ভালো বাসছো না!


ভোরের আশায় কতরাত কেটে গেলো ঘুমহীন
ভোর হলেই দেখবো তোমার মুখ;
এভাবে কতো ভোর গেলো জীবন থেকে খসে
তোমার দেখা মেলেনি মেলেনি এযাবৎ জীবনের সুখ!


তোমার প্রশংসা প্রতিমুহূর্তে নিজের সাথে নিজে করি
নিজেকেই নিজে পাগল পাগল ভাবি, তোমাকে কখনো ছোট করতে চাইনা;
তোমার গাল ফোলানো রাগ তোমার মিষ্টিমুখের হাসি
সবই মনেপড়ে তবুও কোত্থাও কোত্থাও শস্ত্রী নাই তুমিহীন আমার অসুখ,তোমাকে পাইনা!