তুমি যাবে কী
আমায় ছেড়ে
                                বহুদূরে!


লাল শাড়ী নীল শাড়ী
রেখে যাবে এই বাড়ী!


তখন আমি খুঁজবো তোমায়
শাড়ীর ভাঁজে ভাঁজে,
খুঁজবো তোমায় স্মৃতির পাতায়
মাঝেমধ্যে লাল হইতা যে লাজে!


ভাসবে চোখে হাসবে লোকে
ভাবনা আমার দেখে!


তুমি যাবে কী সাদা কাপড় পড়ে
অন্ধকার ওই গোরে!


আমি ডাকবো তোমায়
নীল জ্যোৎস্নার পাড়ে,
তুমি আসবে কী, বসবে কী,
সেদিন আমার ধারে!