কখনো রাগ হয় আমার প্রতি?
অভিমান টুকু নাহয় আমার ভেতরে থাকুক;
এক তিল ভালোবাসার বিনিময়ে আমার সকল অভিমান গলে যাবে
আমি চাই কেউ অন্তত ভালোবেসে ডাকুক!


আমার ভেতরে রোগ, আমার ভেতরে শোক দুঃখ কষ্ট
সব গুলোই আছে;
এভাবেই বোধহয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ,
তবুও, তবুও মানুষ গুলো একবুক আশা নিয়ে বাঁচে!


আমার ভাবনা আমার চিন্তাচেতনা গভীর থেকে আরও গভীরে
আমার কষ্ট গুলো ভেতরে দাউদাউ করে জ্বলে;
আমাকে দেখার মতো কেউ নেই, আমাকে বোঝার মতো তুমিই
তুমিও কি ব্যস্ত? ওই ব্যস্ত মানুষ গুলো যেমন যে যার মতো চলে!