বাংলা ভাষায়, মিষ্টি কথায়, মিটাই প্রানের তৃষা।
                         বাংলা আমার গর্ব ,আমি বাংলা ছাড়া বৃথা।
মাতৃভাষা বাংলা আমার ,বাংলায় চলিফিরি।
                         প্রিয় বাংলা তুমি আমার প্রথম মুখের বুলি।
তোমার জন্যে রক্তিম হল  বাংলার রাজপথ।
                         বাংলা তোমার রক্ষায় মোরা করেছি যে শপথ।
তোমার জন্যই উদয় হল একুশে ফেব্রয়ারি।
                         ঊষাতে মোরা নগ্ন পায়ে চলি প্রভাতফেরি ।
ভাষার জন্যে অনুরাগের নেই তো কোন শেষ,
                         ভাষার তরেই, সৃষ্টি হল অমর বাংলাদেশ।
বাংলার জন্যে আছে মোদের শ্রদ্ধা, ভালোবাসা।
                         বাংলার জন্য বাঙালি আজ পেল আলোর দিশা।
তোমার আছে বিশ্বসেরা নন্দিত ইতিহাস
                         তোমার জন্যে বাঙালি মোরা আনন্দে উদ্ভাস।
তোমার জন্যই বিশ্ব জানে অমূল্য এক ভাষা।
                         তোমার আছে রত্নসম বর্ণমালায় ঠাসা।
তুমি, ত্রিশ কোটি বাঙালির রক্তে চঞ্চল অবিরাম
                        তোমার জন্যই আমি বাঙালি, বাঙালি যে সুমহান।
তোমার চর্চা করিতে মোরা হইব না উদাসী
                         শ্রেষ্ঠ ভাষা বাংলা তুমি জানুক বিশ্ববাসী।
খোদা তুমি এমন ভাষা করিলে সমপ্রদান
                          অ আ ক খ, শুনে জুড়ায়ে যায় যে প্রাণ।
বাংলায় বাচুক, বাংলায় জাগুক, শতকোটি নরনারী
                         বাংলার  খাটি বাঙ্গাল, আমি গর্বিত বাঙালি।