সেই শব্দেরা আজো সুর তোলে ভালোবাসার ।
  সেই দৃষ্টি  আজো ঢেউ তোলে কাছে আসিবার ।
  অস্থির চিত্ত দুটির দাবি ছিল কোন অচিন  সুখ ।
  চেয়েছিল এই  উজ্জ্বল দুপুর নাইবা কাটুক,
  শধু বয়ে যাক মনের তরীদের লেনা দেনা ;
সেদিনই হয়েছিল এক ভালোবাসার ঘোষনা ।


ক্ষয়ে যাওয়া জীবনে নতুন  থাকে শুধু প্রেমী,
আর তার অমানুষিক ভালোবাসার উন্নাদনা ।
সেই বিকানো ভালোবাসা কালে হয় সর্বনাশী ।
অবিশ্বাসের নির্দয় ঝড়ে ভাংগে সব প্রেরণা ।


ভালোবাসা থাকে, সাথে মিশে রাগ ঘৃনা একরাশ ।
কলুষিত হয় দুটি হৃদয়ের প্রতিশ্রুতি-
কালে নিঃশেষিত হয় ভরা ভালোবাসার নির্যাস ।
থাকে  শুধু খসখসে আর ভোতা অনুভূতি ।
ভালোবাসা পাওয়ার  সেই ব্যাকুল আকাংখা ।
চুপসে নীরস হয়ে যায়, আর দোষী হয় ভালোবাসা