আজ কেন জানি, অবসাদ এল এই ছটফটে মনে,
ক্লান্তি বুঝি খেয়ে নিল মোর দেহ এই রুদ্ধ ক্ষনে ।
ছেড়া স্বপ্নেরা ঐ উর্ধ্বের কালো মেঘে উকি মারে।
পরক্ষনে সরে যায় মেঘ, মেঘে যায় সব মিলিয়ে…
আবার স্বপ্নেরা আসে শীত মেঘে তুলোর মত ভেসে।


আজ আমার ঐ আবোধ মনে লাগুক দোলা।
বৃষ্টির মত ছন্দ তুলুক খেলুক খেলা ।
যাক ভুলে সব নিছক কালো কষ্ট মেলা।
হাওয়ায় ভাসুক ভাসিয়ে তার সুখের ভেলা।
ভেঙ্গে ফেলুক রুদ্ধ দ্বারের কঠিন তালা।


আজ কেন জানি, পেন্ডুলামের শব্দটা , লয়হীনা ছন্দের মত লাগে ।
আসে যায় মনে হয় এক্ষুনি থেমে যাবে, ঊড়ে যাবে ঐ বাতাসের সাথে।
নষ্ট সময় পার হয়ে যায় অবরদ্ধ ঘরে, কঠোর বিষন্ন অবসাদে ।
মরে গেছে যে সময়, সে  সময় আর আসিবেনা ফিরে।
না আসুক , তবে আসুক নতুন কিছু সরে…সরে...


আজ আমার ঐ শান্ত মনে আসুক জোয়ার
গর্জন করে ঢেউ তুলে যাক থামুক না আর।
হারিয়ে যাক ঐ দূর পাহাড়ে একলা বনে ।
দূর করে ভয় সাহস চলুক আপন মনে।
মার্লিনের মত সাতার কাটুক গহীন তলে।
ঊড়ে বেড়াক ফ্যালকনের মত ঐ বাতাসে।
দৌড়ে চলুক চিতার সাথে সব ছাড়িয়ে, অনেক দূরে ...

তবুও যেন...  ক্লান্তি ফিরে না আসে যন্ত্রনা আর অবসাদে।